সিল্কের শাড়ি জড়িয়ে ‘বেবিবাম্প’ নিয়ে ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন সোনম। জানা গেছে ধবধবে সাদা সিল্কের শাড়ি গায়ে জড়িয়ে আবু জানির জন্মদিন পার্টিতে হাজির হয়েছিলেন সোনম।
আউটফিটের ফাকে অভিনেত্রী বেবি বাম্প স্পষ্ট। সেই ছবিই শেয়ার করলেন এই অভিনেত্রী। ইনস্টগ্রামে শেয়ার করা ওই ছবিতে আইভরি শাড়ি পরা সোনমকে দেখতে ঠিক পরীর মতোই লাগছে। ছবিতে সোনমের চুল খোলা, আর কানে ও গলায় ভারী গয়না। তার পোশাক ও চোখের সাজ গ্রীক পুরানো দেবীর ভাব এনেছে যেনো।
তবে ছবিতে সোনমকে একজন অভিজাত ইন্ডিয়ান নারীর মতো লাগছে। ভক্তরাও কমেন্ট সেকশনে তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন। বিশেষ সূত্রের বরাতে পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে ,সোনম কাপুরের প্রেগনেন্সির চতুর্থ মাস চলছে। চলতি বছরের আগস্টের তৃতীয় সপ্তাহে তার ডেলিভারির সম্ভাবনা রয়েছে।
এদিকে সোনম ও আনন্দের পরিবারের সবাই নতুন সদস্যকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনিল কাপুর, সুনিতা কাপুর, রিয়া কাপুর প্রত্যেকেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।