বলিউডের জনপ্রিয় আভিনেতা সালমান খান। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক্সপো ২০২০ দুবাই-এ পারফর্ম করতে দুবাই গেছেন সালমান। সেখানে বিশাল আয়োজনে সম্পন্ন হয়েছে ভাইজানের দাবাং ট্যুর।

অনুষ্ঠানে অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে ‘জুম্মে কি রাত হে’ গানে পারফর্ম করেন ভাইজান। সেই পরিবেশনার এক পর্যায়ে পূজার কোমর হাত দেন সালমান। এরপর নিজের মুখ অভিনেত্রীর কোমরের কাছে নিয়ে একটি সুতা কামড়ে ধরেন এবং নাচের স্টেপ দেয়ার চেষ্টা করেন। কিন্তু দৃশ্যটা জমল না।

তাই নেটিজেনদের তুমুল কটাক্ষের শিকার হচ্ছেন সাল্লু। নেট দুনিয়ায় এরইমধ্যে ওই দৃশ্যের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। মন্তব্য আসতে থাকে, ‘নাচতে ভুলে গেলেন ভাইজান!’