বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান। তার পরবর্তী সিনেমা ‘কিসি কা ভকাই কিসি কা জান’ সিনেমায় দেখা মিলবে দক্ষিণের তারকা রাম চরণকে।

ভাতীয় গণমাধ্যমে বলা হয়েছে, রাম চরণ ও তার বাবার সঙ্গে সালমান খানের বেশ সুসম্পর্কে রয়েছে।শুধু সম্পর্কেই সীমাবদ্ধ নয়, রাম চরণের বাবার ‘গডফাদার’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হবেন ‘ভাইজান’ এজন্য কোনো পারিশ্রমিকও নেননি তিনি।

তাই সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই তার সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। সম্প্রতি মুম্বাইয়ে ‘গডফাদার’ সিনেমার হিন্দি ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন সালমান খান।

তিনি বলেন, ‘চরণ আমার সঙ্গে দেখা করতে আসে এবং বলে, সে অতিথি চরিত্রে অভিনয় করতে চায়। আমি তাকে না করেছিলাম। কিন্তু সে জোরাজুরি করে এবং জানায়, আমার সঙ্গে একফ্রেমে থাকতে চায়।

মনে করেছিলাম সে মজা করছে, তাই বলেছিলাম পরদিন কথা বলব। কিন্তু পরদিন সকালে চরণ কস্টিউম পরে সেটে হাজির হয়। এমনকি আমাদের আগেই সেটে এসেছিল। তাকে জিজ্ঞেস করলে বলেছিল, শুধু আমার সেটে থাকতে চায়। এভাবেই আমার সিনেমায় সে যুক্ত হয়েছে। পরে শুটিংয়ে আমরা অনেক ভালো সময় কাটিয়েছিলাম।’