দেশের আলোচিত নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমার শুটিং সেটে তাকে নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু।
তিনি বলেন, ‘বুবলীর পেছনে তাকানোর সময়ই নেই। ও অত্যন্ত মেধাবী, মিষ্টি মেয়ে, তার পিছুটান থাকাই উচিত না। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার সময় তার। স্ট্রেইট এগিয়ে যাও, তোমার সামনে সমস্ত দরজা খোলা। মনিরা মিঠু আরও বলেন, ‘শিল্পী যত বড় স্টার হোক, সে একজন মানুষ। আমিও একজন মানুষ। সে যেহেতু অনুরোধ করেছে বিনীতভাবে, আপনারা মনগড়া কিছু না লিখে বরং মানসিক সাপোর্ট দেয়া উচিত, অনেক বেশি সাহস দেয়া উচিত।
আরো পড়ুন:বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় গাঁজা সহ আটক ৩
বোয়ালমারীতে শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের শোভাযাত্রা
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বেবি বাম্প’-এর ছবি পোস্ট করার পর থেকেই আলোচনায় বুবলী। গতকাল মঙ্গলবার দুপুরে শাকিব খানের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে এই ছবি প্রকাশ্যে আনেন তিনি। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে নানা আলোচনা। বুবলীর স্বামী কে, কবে বিয়ে করেছেন, তার সন্তানের বাবা কে-এমন হাজারো প্রশ্ন যেন মাথাচাড়া দিয়ে উঠেছে।
এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে বুবলী শুধু বলেছেন, বিষয়টা স্পষ্ট করার জন্য কয়েকদিনের সময় চান তিনি। ঠিক এ সময়েই তার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী মনিরা মিঠু। মনিরা মিঠুর আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বুবলী। মা হওয়া প্রসঙ্গে বুবলী বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছেন। বুবলী সরাসরি বলেন, কিছু ব্যাপার তো আছেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।