৯৪তম অস্কারের মঞ্চে স্ত্রী জাডা স্মিথকে নিয়ে ঠাট্টা করায় কমেডিয়ান ক্রিস রককে চড় কষিয়ে মারার ঘটনায় অস্কার গালা ও একাডেমির অন্যান্য ইভেন্ট থেকে ১০ বছরের জন্য উইল স্মিথকে নিষিদ্ধ করা হয়েছে ।

এক বিবৃতিতে অস্কার একাডেমি বলেছে ‘৯৪তম অস্কার অগ্রহণযোগ্য এবং ক্ষতিকারক আচরণে ছাপিয়ে গেছে, যা আমরা স্মিথকে মঞ্চে প্রদর্শন করতে দেখেছি।’ উইল স্মিথের চড়: ক্রিস রক কি পুলিশে অভিযোগ করবেন? স্মিথ অবশ্য তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন এবং একাডেমি থেকে পদত্যাগও করেছেন।

পদত্যাগের সময় স্মিথ বলেন, ‌‘যে কাজ আমি করেছি, তা অত্যন্ত দুঃখজনক এবং ক্ষমার অযোগ্য। আমি অ্যাকাডেমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। অন্য মনোনীত প্রার্থী ও জয়ীদের আনন্দ করার সুযোগ থেকে বঞ্চিত করেছি। আমি অত্যন্ত দুঃখিত। আমি চাই, অ্যাকাডেমি নিজের মতো করে কাজ এগিয়ে নিয়ে যাক। চলচ্চিত্র জগত আরও সমৃদ্ধ হোক।’