৯৪তম অস্কারের মঞ্চে স্ত্রী জাডা স্মিথকে নিয়ে ঠাট্টা করায় কমেডিয়ান ক্রিস রককে চড় কষিয়ে মারার ঘটনায় অস্কার গালা ও একাডেমির অন্যান্য ইভেন্ট থেকে ১০ বছরের জন্য উইল স্মিথকে নিষিদ্ধ করা হয়েছে ।
এক বিবৃতিতে অস্কার একাডেমি বলেছে ‘৯৪তম অস্কার অগ্রহণযোগ্য এবং ক্ষতিকারক আচরণে ছাপিয়ে গেছে, যা আমরা স্মিথকে মঞ্চে প্রদর্শন করতে দেখেছি।’ উইল স্মিথের চড়: ক্রিস রক কি পুলিশে অভিযোগ করবেন? স্মিথ অবশ্য তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন এবং একাডেমি থেকে পদত্যাগও করেছেন।
- করুণা ও ক্ষমা লাভের সময় এখনই
- ফের বাংলাদেশি কর্মী নিচ্ছে দ. কোরিয়া
- কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন সোনাক্ষী?
পদত্যাগের সময় স্মিথ বলেন, ‘যে কাজ আমি করেছি, তা অত্যন্ত দুঃখজনক এবং ক্ষমার অযোগ্য। আমি অ্যাকাডেমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। অন্য মনোনীত প্রার্থী ও জয়ীদের আনন্দ করার সুযোগ থেকে বঞ্চিত করেছি। আমি অত্যন্ত দুঃখিত। আমি চাই, অ্যাকাডেমি নিজের মতো করে কাজ এগিয়ে নিয়ে যাক। চলচ্চিত্র জগত আরও সমৃদ্ধ হোক।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।