দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন টলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী। তার বরের নাম সম্বিত চট্টোপাধ্যায়। রোববার (২৪ এপ্রিল) কলকাতায় কাছের মানুষজনের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ে করেন তারা। আর বোনের বিয়ের খবরটি জানিয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
চিত্রাঙ্গদার সঙ্গে তোলা একটি ছবি গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করেন ঋতাভরী। ক্যাপশনে লিখেন, ‘আজ আমার বোনের বিয়ে হলো। আমার কাছে এর চেয়ে আনন্দের কি হতে পারে! এই বিয়েতে যে কতরকম আবেগের চড়াই-উতরাই ছিল তা নিজে সাক্ষী না হলে অনুভব করতে পারতাম না। সম্বিত এবার আমার ভগ্নিপতি আর চিত্রাঙ্গদা শতরূপা বিবাহিত। তাদের জন্য উজ্জ্বল ও আনন্দময় জীবন কামনা করছি।’
গত বছরের ২৭ জানুয়ারি কলকাতার বাড়িতে বাগদান সারেন চিত্রাঙ্গদা চক্রবর্তী ও সম্বিত চট্টোপাধ্যায়। এরপর নানা কারণে এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা পিছিয়েছে। অবশেষে তাদের চার হাত এক হলো। আগামী শীতের মৌসুমে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন ঋতাভরী।
সেন্ট সেভিয়ার্স কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন চিত্রাঙ্গদা ও সম্বিত। প্রায় ১১-১২ বছরের পরিচয় তাদের। তবে প্রেমের সম্পর্কে জড়ান কলেজ জীবনের শেষের দিকে। তারা দুজনেই মুম্বাইয়ে থাকেন।
চিত্রাঙ্গদা ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’, ‘আহারে মন’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। তার হবু বর সম্বিত পেশায় পারকাশনিস্ট। ২০১৮ সালে ড্রামার হিসেবে কমনওয়েলথ গেমস গোল্ড কোস্টে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। ক্যারিয়ারে বহু বিখ্যাত শিল্পীকে সঙ্গ দিয়েছেন সম্বিত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।