কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবির ২০ বছর পূর্তি উপলক্ষে বর্ণিল আয়োজনে গত ২৬ মে হোটেল দ্য ওয়েস্টিন গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হলো ‘টোয়েন্টি ইয়ারস সেলিব্রেশন অব সিজেএফবি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইর সভাপতি ফারুক হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ভাসাবি ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা, গীতিকবি আসিফ ইকবাল প্রমুখ।
অনুষ্ঠানে সিজেএফবির প্রধান উপদেষ্টা এনাম সরকার, সভাপতি তামিম হাসান, সাধারণ সম্পাদক খালেদ আহমেদ আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি সংগঠনের বিগত দুই দশকের কার্যক্রম তুলে ধরেন। পিয়া জান্নাতুলের উপস্থাপনায় জমকালো ফ্যাশন শোয়ের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব।
এতে শো স্টপার ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং নিরব। পরে পারফরম করেন নুসরাত ফারিয়া, দীঘি, প্রিয়মণি, রফিকুল আলম, আবিদা সুলতানা, মিলা, বালাম, তানজিব সারোয়ার প্রমুখ। আর এরই মাঝে চমকপূর্ণ জাদু দেখান দেশের অন্যতম ম্যাজিশিয়ান আলীরাজ। ব্রডকাস্ট পার্টনার হিসেবে পুরো অনুষ্ঠানটি ধারণ করে এটিএন বাংলা। ১৮ জুন বেলা ১২টা ২০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।