‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’-এর মঞ্চে গান গাচ্ছেন জেমস। হুডি পরে দর্শক সারিতে দাঁড়িয়ে গান উপভোগ করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। আচমকা এক তরুণী এসে সিয়ামের গালে চুমু দিয়ে বসেন।
ঘটনার আকস্মিকতায় সিয়ামও ওই তরুণীর গালে সপাট চড় বসিয়ে দেন। চড় খেয়ে চুপসে যান ওই তরুণী। কিছু না বলে মুখ ঢেকে স্থান ত্যাগ করেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ঘটনার একটি ভিডিও ক্লিপস। নেটমাধ্যমে রীতিমতো ভাইরাল ফুটেজটি।
ভিডিও দেখে ওই তরুণীর পরিচয় জানা গেছে। তিনি ‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। হঠাৎ কেন সিয়ামকে চুমু খেতে গেলেন সুনেরাহ— এই প্রশ্নের উত্তরে একেকজন যখন একেকরকম মন্তব্য করছে তখনই মুখ খুললেন অভিনেত্রী।
জানালেন, অন্তর্জালে ভাইরাল হওয়া ভিডিওটি আসলে ‘অন্তর্জাল’ ছবির শুটিংয়ের দৃশ্য। চিত্রনাট্যের প্রয়োজনেই সিয়ামকে চুমু খাওয়া এবং প্রত্যুত্তরে সিয়ামের চড় হজম করা।
উল্লেখ্য, দীপংকর দীপন পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম ও সুনেরাহ। বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিতব্য চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।
সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক দীপংকর দীপন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।