ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। হুমায়ূন আহমেদ পরিচালিত নাটক ‘অস্পতি বায়োস্কোপ’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর প্রায় দুই দশকের কাছাকাছি সময় পার করেছেন তিনি।
বিভিন্ন চরিত্রে নিজেকে প্রকাশিত করে ধীরে ধীরে শোবিজ অঙ্গনে আলাদা একটি অবস্থান তৈরি করে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। দক্ষতার মাপকাঠিতে একজন জাত অভিনেত্রী হিসেবে নিজেকে পরিণত করেছেন।
সেই হিসেবে ভিন্ন ধরনের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে পেয়েছেন বহু প্রশংসা। গুণী এই অভিনেত্রী ছোটপর্দার ছাপিয়ে বড় পর্দায়ও কাজ করেছেন। সেখানেও পেয়েছেন সাফল্য। মনিরা মিঠুর ভক্তদের জন্য এলো নতুন একটি খবর।
ভক্তদের উদ্দেশে ফেসবুকে তিনি লিখেছেন, অনেক কথা জমে ছিল, শুধু এইটুকু না বললেই না! আমার ভক্ত যারা আমাকে ‘নায়িকা’ চরিত্রে দেখতে চাইতেন, তাদের জন্য সুখবর।
এই নাটকে আমি ‘নায়িকা’ আবার ‘মা’-এর চরিত্রে অভিনয় করেছি। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও, লিখেছেন, সুযোগটির জন্য কৃতজ্ঞতা জানাই পরিচালক, প্রযোজক, রাজের সিনেমাওয়ালা টিমের প্রত্যেক সদস্যকে।
আর হ্যাঁ, আমার নায়িকা হওয়ার বয়স নেই। দর্শক, আমার ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।