ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা মৌসুমী ও নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক ওমর সানীর সুখের ঘরে হঠাৎ ঝড় উঠেছিল। তবে সেই ঝড় থেমেছে। গলেছে অভিমানের বরফ।

মৌসুমী শুক্রবার (১৭ জুন) রাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন: ‘বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিও বলে লিলি ফ্লাওয়ারস তোমার জন্য।

ভিজে ভিজে কিছু কথা মনে হলো, কোনো একসময় বলব যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। খুব ট্রাই (চেষ্টা) করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারো ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম।’

এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুন) রাত ৮টার পর ফেসবুকে নিজের তিনটি ছবি পোস্ট করেন মৌসুমী। সেখানে তিনি লিখেছিলেন: ‘কঠিন বাস্তবতা অতিক্রম মানে হচ্ছে, স্বপ্ন ছুঁয়ে দেওয়া।’ এদিকে ওমর সানীও তার ফেসবুকে নিয়মিত ছবি পোস্ট করছেন।

গত বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওমর সানী ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে এক টেবিলে মুখোমুখি বসে খাবার খেতে দেখা যায় এই তারকা দম্পতিকে। এই ছবির ক্যাপশনে সানী লিখেছেন: ‘সবাই ভালো থাকবেন। দোয়া করবেন আমাদের জন্য।’

সানীর পোস্টটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সানী-মৌসুমীর অনুরাগীরা তাদের একসঙ্গে দেখে শুকরিয়া আদায় করেছেন।

দিনকয়েক আগে মৌসুমীকে বিরক্ত করা ও তার সংসার ভাঙার চেষ্টাসহ জায়েদ খানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তোলেন ওমর সানী। তারকা দম্পতির ব্যক্তিজীবনের বিষয়টি প্রকাশ্যে আসায় শুরু হয় তুমুল আলোচনা।