তরুণ প্রজন্মের গুণী চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। গেল কয়েক বছর ধরেই তিনি পরিচ্ছন্ন নির্মাণে দর্শকদের উপহার দিয়েছেন বিগ বাজেটের বেশ কিছু সিনেমা।

সেইসব সিনেমা ব্যবসায়িক সফলতা পাওয়ার পাশাপাশি প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলেও। সেই ধারাবাহিকতায় এবার চিত্রনায়ক রিয়াজ ও মমকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অনন্য মামুন। সিনেমাটির নাম ‘রেডিও’।

দুইজনই আগামীকাল রোববার (২০ ফেব্রুয়ারি) ছবিটির জন্য চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, ‘রেডিও’ সিনেমাটি ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে কেন্দ্র করে নির্মিত হবে। একটি গ্রামের কিছু মানুষের ঘটনা থাকবে সেখানে। যাদের কাছে ৭ মার্চের ভাষণ অনেক ভূমিকা রেখেছে।

অনন্য মামুন আরও বলেন, আগামীকাল ছবিটির জন্য চুক্তিবদ্ধ হবেন রিয়াজ ভাই ও মম। সবকিছু ঠিক থাকলে ‘রেডিও’ সিনেমার শুটিং শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে।