‘বসন্ত বিকেল’ ছবির মধ্য দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে হুমায়রা সুবহার। রোববার সেন্সর ছাড়পত্র পেয়ে এখন মুক্তির জন্য প্রস্তুত শিপন মিত্র ও হুমায়রা সুবহার এ ছবি। রফিক শিকদার পরিচালিত এ সিনেমার মাধ্যমে ঢালিউড পেতে যাচ্ছে এক নতুন নায়িকাকে।

গতকাল হুমায়রাদের ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আজ হঠাৎ করেই এই নায়িকাকে মেরে ফেলেছে ফেসবুক। ফেসবুকে তাঁকে মৃত বা ‘রিমেমবারিং’ দেখাচ্ছে। যোগাযোগ করা হলে সুবহা বলেন, ‘হঠাৎ করেই এ রকম দেখাচ্ছে। আমি সাইবার ইউনিটে অভিযোগ জানিয়েছি। তাঁরা বিষয়টি নিয়ে কাজ করছেন।’ ছবি মুক্তির উত্তেজনায় ফেসবুকের এ ঘটনা তাঁকে খুব বেশি বিচলিত করেনি। নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে, কেমন লাগছে? জানতে চাইলে সুবহা বলেন, ‘ভয় লাগছে। ছোট ছোট ভুলত্রুটি বেশি হয়ে গেল কি না, দর্শক কীভাবে গ্রহণ করবেন সবকিছু ভেবে একটু ভয় লাগছে।’

‘বসন্ত বিকেল’ ছবির শুটিং শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বর মাসে। তারপর করোনার কারণে দীর্ঘদিন শুটিংসহ সব রকম কার্যক্রম বন্ধ ছিল। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারও শুটিং শুরু করেন পরিচালক। অবশেষে ছবি শেষ করে জমা দেওয়া হল সেন্সর ছাড়পত্রের জন্য। আনকাট ছাড়পত্রও পেল ছবিটি। সুবহা বলেন, ‘এ ছবি নিয়ে একের পর এক ভোগান্তি হলো। করোনার কারণে শুটিং বন্ধ হয়ে গেল। অবশেষে এটি মুক্তি পাচ্ছে এটাই আনন্দের।’

অভিনয় নয়, মূলত গান করতেন সুবহা। সিনেমার জন্য গাইতে গিয়েই অভিনয়ের প্রস্তাব পান। গাইতেন রেডিও এবং মঞ্চে। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সুবহা বলেন, ‘নায়ক শিপন ভাইয়া অনেক হেল্পফুল। আমি যে নতুন, তাঁর আচরণে সেটা বুঝতেই পারিনি। পরিচালক রফিক শিকদার আমাকে রীতিমতো হাতে ধরে সবকিছু শিখিয়েছেন। আমি যতটুকু যা করতে পেরেছি, এর পেছনে সম্পূর্ণ ক্রেডিট তাঁর।’ লক্ষ্য কী? জানতে চাইলে তিনি বলেন, ‘যেকোনো অভিনয়শিল্পীর মতো আমারও নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্য। সবার সহযোগিতা থাকলে নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারব। এমন সময় আমার ছবি মুক্তি পেতে যাচ্ছে, যখন দেশের হলসংখ্যা অনেক কমে গেছে। এটা নিয়ে একটু ভয় পাচ্ছি।’

পাবনা শহরে বেড়ে ওঠা রুদ্র ও চন্দ্রাবতী নামে বিশ্ববিদ্যালয়পড়ুয়া যুবক ও যুবতীর প্রেমের গল্প নিয়ে ‘বসন্ত বিকেল’। শিপন, সুবহা ছাড়াও এতে অভিনয় করেছেন একঝাঁক চেনা মুখ। পরিচালক জানিয়েছেন, মার্চে মুক্তি পাবে ছবিটি।