বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া এবার বিবাহ অভিযানে যাচ্ছেন। তিনি বাস্তবে বিয়ে করতে যাচ্ছেন না, যাচ্ছেন শুটিংয়ে। আর ওই সিনেমার নাম ‘বিবাহ অভিযান ২’।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ।

নতুন সিনেমায় নতুন পরিচালক বাদে আগের সবাই আছেন। সিক্যুয়েলটি পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল। ফারিয়া জানিয়েছেন, ‘দুবার করে শুটিং পেছানোর পর অবশেষে চূড়ান্ত হলো সব। টানা দুই সপ্তাহ ব্যাংককে শুটিং হবে।

আমিও অপেক্ষায় ছিলাম, কারণ এই ছবির প্রথম কিস্তি দর্শক দারুণ পছন্দ করেছিল। আশা করছি দ্বিতীয় কিস্তিও সবার ভালো লাগবে।’

আগামী ২৫ অক্টোবর থেকে ‘বিবাহ অভিযান ২’-এর শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন নুসরাত ফারিয়া। ২৩ অথবা ২৪ অক্টোবর ব্যাংকক গিয়ে পৌঁছাবেন অভিনেত্রী।