টালিউডের জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী ও সৃজিত মুখার্জি এবার দ্বন্দ্বে জড়ালেন! শুক্রবার পশ্চিমবঙ্গে সৃজিত ও রাজ দুজনেরই সিনেমা মুক্তি পেয়েছে। আর সেই সিনেমা কেন্দ্র করেই দ্বন্দ্বে জড়ালেন তারা।

টলিউডের দুই জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও রাজ চক্রবর্তী। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির ‘এক্সপ্রেম’ আর রাজ চক্রবর্তীর ‘হাবজি গাবজি’। দুটি সিনেমা নিয়েই দর্শকদের মধ্যে উন্মাদনা কাজ করছে।

কিন্তু সিনেমা দুটির মুক্তিকে কেন্দ্র করে রাজ-সৃজিতের সম্পর্কে খানিকটা ভাটা পড়েছে। রাজকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ালেন সৃজিত। মূল ঘটনা হলো, রাজ চক্রবর্তীর ‘হাবজি গাবজি’ সিনেমাটি নন্দন ১-এ প্রদর্শিত হচ্ছে।

কিন্তু সৃজিতের ‘এক্স-প্রেম’ সে সুযোগ পায়নি। গতকাল সৃজিত মুখার্জি এক টুইটে লিখেন, একই দিনে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। দুজনই নন্দন ১-এর জন্য আবেদন করেছিলাম। কিন্তু মাত্র একজন ছাড়পত্র পেয়েছেন। প্রশ্ন ছুড়ে দিয়ে সৃজিত লিখেন, আদর্শগত ও ন্যায়সঙ্গত কারণে দুটি সিনেমারই ছাড়পত্র পাওয়া উচিত ছিল। নাহলে একজনও পাবেন না। কিন্তু এমনটা কেন হলো?

সৃজিত টুইটে ক্ষোভ প্রকাশ করার পর পালটা টুইট করেছেন রাজ চক্রবর্তী। তিনি লিখেন, হাবজি-গাবজি নিয়ে কন্ট্রোভার্সি করে লাভ নেই। পরবর্তীতে এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে রাজ বলেন, শুধু নন্দন নয়, প্রিয়া, স্টারের মতো কিছু হলেও থাকছে না সৃজিত মুখার্জির সিনেমাটি। সেটাও কি আমার কারসাজি? আমি চাই দুজনের সিনেমাই মানুষ দেখুক।

প্রেক্ষাগৃহ নন্দনের একটি সূত্র বলেন, ‘হাবজি গাবজি’-এর পাশাপাশি ‘এক্স=প্রেম’ সিনেমাটিও প্রদর্শনের জন্য নির্বাচন করা হয়েছিল। তবে নন্দন ১-এ নয়, ২-এ। কিন্তু পরিচালক ও ডিস্ট্রিবিউটর তাতে রাজি হননি।