ঢালিউডের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। অভিনয় জীবনের বাইরে তাদের মধ্যে তৈরি হয়েছিল দাম্পত্য সম্পর্ক। দীর্ঘ সময় গোপন থাকার পর প্রকাশ্যে আসে তাদের সম্পর্ক এবং প্রকাশ হওয়ার কিছুদিনের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এদিকে সম্প্রতি কলকাতা বইমেলায় গিয়েছিলেন অপু।
এবং সেখানে এক সাক্ষাৎকারে শাকিব খান বিষয়ে কথাও বলেন এ নায়িকা। অপু বিশ্বাস বলেন, আমাদের সম্পর্ক নিয়ে এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে জানাবো। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না। নিজের ক্যারিয়ারে শাকিবের ভূমিকা নিয়ে অপু বলেন, আজকে শাকিব যদি আমার পাশে না থাকতো, তাহলে অপু বিশ্বাস হতাম না। আমার ক্যারিয়ারের ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি।
শাকিবের প্রেম নিয়ে গুঞ্জন সম্পর্কে তিনি বলেন, একজন সুপারস্টারকে নিয়ে যদি গুঞ্জন না হয়, তাহলে সে কিসের সুপারস্টার? নায়ক-নায়িকাদের নিয়ে দু’একটা প্রেমের গুঞ্জন না থাকলে পর্দায় রোমান্স ফুটিয়ে তুলবেন কীভাবে! আমি সাধুবাদই জানাই। তাছাড়া সেই সাক্ষাৎকারে প্রাক্তন শ্বশুর-শাশুড়ি নিয়েও প্রশংসা করেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।