১৮ নভেম্বর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা শিরীন শিলা অভিনীত নতুন কোনো সিনেমা। মেহেদী হাসান পরিচালিত ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন শিরীন শিলা। তিনি জানান, এবারই প্রথম তিনি কোনো সিনেমাতে একেবারেই ভিন্ন ঘরানার একটি চরিত্রে অভিনয় করেছেন। যাতে অভিনয় করাটা তার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল।
আরোও পড়ুন: কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
শুধু ওষুধ-দুধে নয়, যে ৫ খাবারে হাড়ে আসবে প্রাণ, কমবে ব্যথা!
তাড়াশের কৃষকের নায্যমূল্যে সার নিশ্চিত করতে মাঠে কৃষি কর্মকর্তা লুনা
শিরীন শিলা বলেন, গত দুই বছরে আমি যে কয়েকটি সিনেমাতে অভিনয় করেছি, এর মধ্যে ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমাতে অভিনয় করাটা আমার জন্য ছিল ভীষণ চ্যালেঞ্জিং। কারণ গ্রামীণ পটভূমিতে গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এ জন্য ধন্যবাদ জানাই সিনেমার পরিচালক মেহেদী হাসানকে। তিনি আমাকে এই চরিত্রটিতে কাজ করার জন্য নির্বাচিত করেছিলেন বলেই আমি চ্যালেঞ্জটি গ্রহণ করতে পেরেছিলাম। আমি নিজেকে এই চরিত্রে অভিনয়ের জন্য ভাঙার চেষ্টা করেছি।
এ সিনেমাতে আমার বিপরীতে আছেন মিলন ভাই। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করাটাও ছিল আমার জন্য নতুন অভিজ্ঞতা। তিনিও আমার চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন। সব মিলিয়ে এটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।
এদিকে শিরীন শিলা অভিনীত আরও মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’, সাখাওয়াত হোসেন পরিচালিত ‘বীরাঙ্গনা ৭১’ ও চন্দন চৌধুরী পরিচালিত ‘২৪.৩-এর রাত’। শিরীন শিলা অভিনীত প্রথম সিনেমা ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘হিটম্যান’ ২০১৪ সালের রোজার ঈদে মুক্তি পায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।