সম্প্রতি প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক “মুজিব: একটি জাতির রূপকার”-এর ট্রেইলার। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে ট্রেইলারটি প্রকাশের থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। ইতোমধ্যেই এ নিয়ে কথা বলেছেন সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল।

এবার সমালোচনার জবাবে মুখ খুললেন আরেফিন শুভও। ছবিতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করা এ অভিনেতার দাবি, ইউটিউবে “মুজিব: একটি জাতির রূপকার” সিনেমার যে ট্রেইলারটি প্রকাশিত হয়েছে সেটি অফিসিয়াল নয়।

সম্প্রতি মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর “মুজিব : দ্য মেকিং অফ আ নেশন” সিনেমাটির ট্রেইলার। এটি বিশ্বের সবচেয়ে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শন হয়। সামাজিকমাধ্যমে এ নিয়ে নানা রকম প্রতিক্রিয়া তৈরি হয়। জন্ম নেয় আলোচনা সমালোচনার। অবশেষে নাম ভূমিকায় করা আরিফিন শুভ মুখ খুলেছেন।

গতকাল রোববার (২৩ মে) রাতে দেশের একটি সংবাদমাধ্যকে বলেন, ‘সিনেমাটির এখনো পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। কানে ট্রেলার প্রকাশের উদ্যোগ নেয়া হলে মাত্র ১৩ দিন হাতে সময় নিয়ে এটি বানানো হয়। আর ভিএফএক্স-এর জন্য মাত্র ১০ দিন সময় নেয়া হয়। যার ফলে কিছুটা ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘বলতে গেলে রান্না বান্না চলছে।

এরপরেই আসলে কী রান্না হলো তা বোঝা যাবে। যেহেতু বিশাল ক্যানভাসে কাজটা হচ্ছে তাই পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে এখনো দুই মাস সময় লাগবে। এরইমধ্যে আমরা অফিশিয়াল ট্রেলার প্রকাশের ব্যাপারে প্রস্তুতি নেব। ‘ অফিশিয়াল ট্রেলারে এসব ত্রুটি বিচ্যুতি থাকবে না, এমনকী ডাবিংয়ে যেসকল সমস্যা রয়েছে সেসব ঠিক হয়ে যাবে বলেও জানান এই অভিনেতা।