বাবা হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতলে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর কোলজুড়ে এসেছে পুত্রসন্তান।

তবে এখনো ‌ছে‌লের নাম প্রকাশ ক‌রেন‌নি চিত্রনায়ক সিয়াম। এখন ‘শান’ সিনেমার প্রচারণা নিয়ে ভীষণ ব্যস্ত সিয়াম। এই ঈদে আসছে সিনেমাটি। তাই প্রচারণার মধ্যেই কথা বললেন সন্তান নিয়ে।

‘শান’ সিনেমা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছেলের নাম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটি এখন বলার অনুমতি আমার নেই। পরিবার থেকে অনুমতি মেলেনি। তবে আমি আপনাদের সবাইকে মিষ্টিমুখ করাব এবং সন্তানের নামটি জানাব।

বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কৃষি ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঈদে আসা তিনটি সিনেমাই দেখার আমন্ত্রণ জানান এই নায়ক। তিনি বলেন, ব্যবসা করলে পুরো ইন্ডাস্ট্রিই লাভবান হবে। এ কারণে আমাদের সবারই উচিত একাধিকবার সিনেমাগু‌লো দেখা।