পল্লবী, বিদিশা, মঞ্জুষার পর এবার আরও এক মডেলের মৃত্যুর মিছিলে যোগ দিলেন বর্তমান সময়ের অন্যতম মডেল সরস্বতী দাস। গতকাল রোববার ( ২৯ মে) তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কসবায় একটি আবাসনে মা মাসি এবং দিদিমার সঙ্গে থাকতেন সরস্বতী। জানা গেছে, গত শনিবার (২৮ মে) রাতে বাড়ির সকলের সঙ্গে ভালোভাবেই কথা বলেছেন। এই ঘটনার নেপথ্যে কোনো সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে বলে মনে করছেন পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে খবর, সরস্বতী শুরুতে মেক আপ আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন।
খবরে বলা হয়েছে, ১৯ বছর বয়সী সরস্বতী সম্প্রতি কিছু ফটোশুট করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। গত কয়েকদিনে কলকাতায় চার ভারতীয় মডেল-অভিনেত্রীর মৃত্যু হয়েছে।
এর আগে গড়ফায় পল্লবী দে-র ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গত বুধবার নাগেরবাজারে বাড়ি থেকে উদ্ধার হয় আরেক উঠতি মডেল বিদিশার ঝুলন্ত দেহ। শুক্রবার সকালে পাটুলির ঘর থেকে অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
তখন থেকেই মাঝেমধ্যে ফটোশুটের কাজও করতেন। খুব ভালো মেহেন্দি আঁকতেন। সেই মেহেন্দির ডিজাইন তিনি এঁকে রাখতেন খাতার পাতায়। তার ডিজাইন ভরা একটি খাতার শেষ পাতাতেই মিলল তার মায়ের জন্য লেখা ‘শেষ বার্তা।’
নোটে লেখা, ‘আমার জীবনের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে প্রিয় মানুষ আমার মাকে ধন্যবাদ জানাতে চাই। তুমি সব সময় আমার সঙ্গে ছিলে, আমার জন্যে ছিলে, তাই তোমাকে ধন্যবাদ।’
সম্প্রতি এ মডেল একাধিক ফটোস্যুটের কাজে ব্যস্ত সময় পার করছিলেন। হঠাৎ কেন আত্মঘাতী হয়ে উঠলেন এমন প্রশ্ন উঁকি দিতেই পুলিশ প্রকৃত কারণ খুঁজে পেতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।