![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/02/image-646760-1676784270-1.jpg)
সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ে নৈপুণ্যতার কারণে দর্শক মহলে বেশ প্রশংসিত। শুধু বাংলাদেশ নয়, ভারতের কলকাতায়ও তার জনপ্রিয়তা রয়েছে। টিভি নাটক ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার পাশাপাশি সিনেমায়ও পা দিয়েছেন তিনি। এটি মূলত তার ওটিটির কাজেরই প্রতিফলন। ওটিটিতে তার কাজ দেখে কলকাতার একাধিক নির্মাতা তাকে সিনেমায় কাজ করার প্রস্তাব দেন। এরই মধ্যে সেখানে ‘আরও এক পৃথিবী’ নামের একটি সিনেমায় কাজও করেন।
এটি নির্মাণ করেছেন অতনু ঘোষ। সিনেমাটি গত ৩ ফেব্রুয়ারি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। নিজের সিনেমার প্রচারণায় ফারিণ কলকাতায় পাড়ি জমান চলতি মাসের শুরুর দিকে। অবশেষে দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে নিজের অভিনয় উপভোগ করেন। কেমন দেখেছেন নিজের সিনেমা?
কেমন প্রত্যাশা ছিল আর কতটা প্রতিফলন হলো? জানতে চাইলে তাসনিয়া ফারিণ বলেন, ‘একটি সিনেমা বিভিন্ন দিক দিয়ে সফল হয়। এর ব্যবসায়িক সফলতারও একাধিক সাইড রয়েছে। আমার কাজ নিয়ে বলতে পারি, যারা এ সিনেমাটি দেখেছেন তাদের মধ্যে সবাই আমার কাজে খুশি। এ দিক থেকে বলা যায় প্রত্যাশার চেয়ে বেশিই পেয়েছি। আমি মনে করি, সিনেমায় আমার জন্য এটি ভালো অভিষেক। আগামীতে নতুন কোনো সিনেমায় কাজ না করলেও কোনো কষ্ট থাকবে না।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।