বাবা হলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতলে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এদিকে, নবজাতকের মুখ দেখতে মুখিয়ে আছেন অনুরাগীরা।

তবে ছেলেকে বেশ আড়ালেই রেখেছেন নায়কের পরিবার। হয়তো কয়েক দিনের মধ্যেই দেখা যাবে সিয়ামের ছেলের এক ঝলক। আপাতত নবজাতকের ‘পা’ দেখালেন এই অভিনেতা।

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে ছেলের পায়ের অংশের তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন সিয়াম। সেখানে দেখা যাচ্ছে,

নিজের হাতের তালুতে ছেলের বাম পা উঁচু ধরে রেখেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমি এই পৃথিবীতে তোর থেকে সুন্দর কিছু দেখিনি।’

সিয়ামের পোস্টটি দেয়ার সাথে সাথেই ভাইরাল হয়েছে। ছবি প্রকাশের ৩০ মিনিটের মধ্যেই ১৫ হাজারের বেশি নেটজনতা সেখানে রিয়্যাক্ট জানিয়েছেন।

এ ছাড়াও কমেন্ট বক্সে প্রায় সাত শ মন্তব্য জমা পড়েছে। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই নবজাতকের সুস্বাস্থ্য ও নেকহায়াত কামনা করেছেন। পাশাপাশি নব্য পিতাকে পুনরায় অভিনন্দন জানাচ্ছেন।