সিনেমায় নায়ক আর রাজপথে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নেতা হিসেবে অনেক চমক দেখিয়েছেন ইলিয়াস কাঞ্চন। সর্বশেষ শিল্পী সমিতির নির্বাচনী মাঠেও লড়াকু-জাত চেনালেন নিজের।
এবার চাকরি জীবন শুরু করেছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ভিসতা ইলেকট্রনিক্স নামে একটি কোম্পানিতে পরিচালক হিসাবে যোগ দিয়েছেন তিনি। এরইমধ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজও শুরু করেছেন।
এ উপলক্ষে ভিসতার পক্ষ থেকে গ্র্যান্ড রিসিপশনের আয়োজন করা হয়েছে। যেখানে হাজির থাকবেন ইলিয়াস কাঞ্চনসহ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটির কর্তারা। আজ মঙ্গলবার ঢাকার একটি অভিজাত হোটেলে এই আনুষ্ঠানিকতা হবে।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির আরেক পরিচালক উদয় হাকিম গণমাধ্যমকে বলেন, ‘ইলিয়াস কাঞ্চন এবার উদ্যোক্তা হিসাবে সবার সামনে হাজির হবেন। তিনি উদ্যোক্তা পরিচালক (ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর) হিসাবে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।’
এ বিষয়ে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে এখনই কথা বলতে চাইছেন না। আনুষ্ঠানিকতা অনুষ্ঠানেই বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে। জানা গেছে, এরমধ্যে তিনি উক্ত প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।