দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ। তাও নাটকে নয়, সিনেমায়। অভিনয়ে ফিরেই জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে। এ দুই তারকা গতকাল থেকে শুরু করেছেন নতুন একটি সিনেমার শুটিং। নাম ‘প্রহেলিকা’। এটি পরিচালনা করছেন চয়নিকা। সিলেটে চলছে এ সিনেমার প্রথম লটের শুটিং। এতে অভিনয় প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘অনেকদিন পর অভিনয়ে ফিরলাম।
আর তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘জিরো ডিগ্রি’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। নাটকেই অভিনয় করতেন তিনি। ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এরপর ‘দুই দুয়ারী’, ‘জয়যাত্রা’, ‘মেঘের পরে মেঘ’, ‘লাল সবুজ’ নামে সিনেমায় অভিনয় করেন।
অন্যদিকে শাকিব খানের নায়িকা হিসাবে সিনেমায় অভিষেক হওয়া বুবলী বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। কিছুদিন আগে জানা যায় তিনি শাকিব খানকে প্রায় দুবছর আগে বিয়ে করেছেন। তাদের ঘরে শেহজাদ খান বীর নামে একটি পুত্র সন্তানও রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।