![Shakib's new target actress Tanzin Tisha!](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/10/b.jpg)
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন শাকিব খান। সেখানে তার সঙ্গে নির্মাতা রায়হান রাফীকেও দেখা যাচ্ছে।
যদিও শাকিব ক্যাপশনেই উল্লেখ করে দিয়েছেন সিনেমাটি নির্মাণ করবেন ‘পরাণ’ খ্যাত এই নির্মাতা। তবে নায়িকার নাম এখনও না বলায় আলোচনা চলছে বেশ।
অনেক ভক্ত তো প্রশ্নই করে ফেলেছেন কে হতে যাচ্ছেন শাকিব খানের পরবর্তী নায়িকা? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই একাধিক ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া গেল নতুন তথ্য।
সন্ধ্যার পর বেশ কিছু নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, শাকিবকে নিয়ে রাফির এ সিনেমার নাম ‘প্রেমিক’। এ বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হবে শুটিং।
তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে এ সিনেমায় নায়িকা হিসেবে তানজিন তিশার নাম উঠে এসেছে। তবে এতদিন ধরে অনেকেই ভেবেছিলেন এই সিনেমায় বুবলী বা পূজা চেরীকে দেখা যেতে পারে। কিন্তু সূত্র বলছে, তানজিন তিশাই হতে যাচ্ছেন শাকিবের পরবর্তী সিনেমার নায়িকা।
সূত্র থেকে পাওয়া এ খবরের সত্যতা যাচাই করতে যোগাযোগ করা হলে কেউই আসলে এখন নায়িকা নিয়ে কিছু বলেননি। সময় হলে সবাইকে জানিয়েই তারা শুটিং করতে যাবেন। আপাতত চমক হিসেই বিষয়টি রেখেছেন তারা। তাই ভক্তদের আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হচ্ছে।
এর আগে শাকিব খান ভেরিফাইড ফেসবুকে বিষয়টি জানান দেন। তিনি লেখেন, ‘আসছে নতুন কাজ’। পরিচালনায় রায়হান রাফী। সিনেমাটি তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মের পাশাপাশি প্রযোজনা করবে বিগ স্ক্রিন।
প্রসঙ্গত, ঢালিপাড়ার রোমান্টিক জুটি শাকিব-বুবলী। তাদের কেমিস্ট্রি বরাবরই নজরকাড়া। ফের পর্দা কাঁপাতে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।