ঢাকাই ছবির কুইনখ্যাত অপু বিশ্বাস এবার নিজেই সিনেমা প্রযোজনা করছেন। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান নিয়ে প্রযোজনা করছেন নতুন ছবি। নাম ‘লাল শাড়ি’। ছবিটিতে অপু নিজেও অভিনয় করবেন।
আরোও পড়ুন: বিশ্বজুড়ে করোনায় মৃত্যু-সংক্রমণ বেড়েছে
কালীগঞ্জের সেই আলোচিত ওসি গোলাম রসুলের বদলি
জানা গেছে, ছবিটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন
নায়ক সাইমন সাদিক। গত ১২ সেপ্টম্বর রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন। ছবিটির মাধ্যমে প্রথমবার পর্দায় জুটি হচ্ছেন তারা। সাইমন সাদিক বলেন, প্রযোজক হিসেবে অপু বিশ্বাস নতুন ছবি বানাচ্ছেন তার জন্য শুভ কামনা।
ছবিটিতে আমাকে নেবেন তার একটা ইঙ্গিত অনেক আগেই অপুদি দিয়েছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করলেন। অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হবে চলচ্চিত্রটি। মফস্বলের একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।