সাধারণত তারকারা ব্যক্তিগত সম্পর্ককে গোপন রাখার চেষ্টা করেন। বিশেষ করে প্রেমের সম্পর্ক। তবে সেদিক থেকে ভিন্ন টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তাদের প্রেমের খবর গোটা ইন্ডাস্ট্রির জানা।
দীর্ঘ ১১ বছর ধরে সম্পর্কে আছেন তারা। নিজেদের প্রেমকে গোপন নয়, প্রকাশ্যে জানান দিয়েছেন এই জুটি। তাদের মিষ্টি প্রেমের খুনসুটিতে মাতিয়ে রাখেন অনুরাগীদের।
আপাতত লন্ডনে সিনেমার শুটিংয়ে ব্যস্ত এই প্রেমিক যুগল। সেখান থেকেই সামাজিকমাধ্যমে বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করে চলেছেন তারা। কিন্তু বৃহস্পতিবার (১২ মে) মধ্যরাতে হঠাৎ করেই এক পোস্টে হাহাকার প্রকাশ করেন নায়ক। তিনি ফিরে চান পুরোনো ঐন্দ্রিলাকে।
অঙ্কুশের আফসোস, তার প্রেমিকা বদলে গেছে। তিনি আগে প্রেমিকার সঙ্গে যা যা করতেন এখন সেসব করতে পারেন না। তাই বলেই ফেললেন, ‘আমি পুরোনো ঐন্দ্রিলাকে ফেরত চাই’।
এখন প্রশ্ন উঠতে পারে, নতুন পুরনো বলতে আসলে কী বুঝাচ্ছেন অঙ্কুশ? মূলত তিনি ঐন্দ্রিলার ফিটনেস প্রসঙ্গেই এমন আক্ষেপ ঝেড়েছেন।
এক সময় ছোট পর্দায় দর্শক মাতিয়েছেন ঐন্দ্রিলা। সিনেমার নায়িকা হতে মেদহীন ফিগার বানিয়েছেন টেলিভিশন পর্দার ‘ফাগুন বউ’।
ঐন্দ্রিলার আগের এবং বর্তমান সময়ের দুটো ছবি কোলাজ করে পোস্ট করেছেন অঙ্কুশ।
সম্প্রতি লন্ডনে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতে নতুন ছবির কাজ শেষ করেছেন টলিউড নায়িক অঙ্কুশ। এখন তিনি ব্যস্ত রাজা চন্দের আগামী ছবির শুটিংয়ে। সেই ছবিতে তার বিপরীতে রয়েছেন বাস্তবের জীবনসঙ্গী প্রেমিকা ঐন্দ্রিলা। শুটিং উপলক্ষে তারা দুজনেই এখন লন্ডনে। তাহলে কোন ঐন্দ্রিলাকে খুঁজছেন অঙ্কুশ?
তিনি লিখেছেন, ‘ইশ আমার আদর করে গাল চটকানোর মানুষটা কোথায় হারিয়ে গেল…খুব চেষ্টা করছি ওর গালে চকলেট, মিষ্টি, ফাস্ট ফুড আরও অনেক কিছু দিতে। আমি পুরোনো ঐন্দ্রিলাকে ফেরত চাই।’ ওই পোস্টের সঙ্গে দুঃখের ইমোজি জুড়ে দিয়েছেন অঙ্কুশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।