অভিনেত্রী পল্লবী দে’র মৃত্যুর ঘটনায় তার ভাই জিৎ দে-কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে গরফা থানায় ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।
এর পাশাপাশি পল্লবী দে’র মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার গ্রেপ্তার প্রেমিক সাগ্নিক চক্রবর্তী রাজারহাট-নিউ টাউনে একটি কল সেন্টার চালাতেন বলেও জানতে পেরেছেন তদন্ত কর্মকর্তারা। সেই কল সেন্টারে ঠিক কী ধরনের কাজ হত, আদৌ সেটির বৈধ কোনো কাগজপত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দের চাঞ্চল্যকর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।
মধ্যে পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তীকে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করা হয়েছে। আলিপুর কোর্টের নির্দেশে আগামী ২৬ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন সাগ্নিক।
তবে শুধু সাগ্নিককে জিজ্ঞাসাবাদেরই সন্তুষ্ট নন তদন্তকারী কর্মকর্তারা; প্রয়াত অভিনেত্রীর দুই ঘনিষ্ঠ বান্ধবী প্রত্যুষা পাল ও ভাবনা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করছেন তারা। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি জেরার মুখে পড়েছেন ভাবনা বন্দ্যোপাধ্যায়।
কারণ অভিনেত্রীর মৃত্যুর মাত্র তিন দিন আগে (গত বুধবার) সাগ্নিক ও পল্লবীর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন ভাবনা।
তা ছাড়া পল্লবীর পরিবারের অভিযোগ ছিল, সাগ্নিকের সঙ্গে তাদের মেয়ের সম্পর্কে টানাপোড়েনে তাদের কোনো এক বান্ধবীর হাত ছিল। আর অনেকের ধারণা ছিল সেই বান্ধবীটি ভাবনা বন্দ্যোপাধ্যায়।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পল্লবীভক্তদের অনেক গালমন্দ শুনেছেন ভাবনা।
এসব কারণেই শুক্রবার বেশ কয়েক ঘণ্টা ধরে পুলিশি প্রশ্নবাণে জর্জরিত হন ভাবনা।
জেরায় কি কি জানিয়েছেন ভাবনা, সে প্রশ্ন করা হলে ‘মা’খ্যাত অভিনেত্রী জানান, পল্লবীর মৃত্যুর পর সাংবাদিকরা যেসব প্রশ্ন করেছিলেন, পুলিশও সেগুলোই করেছে।
সাংবাদিকদের বলেন ভাবনা, ‘আমি এমন কিছু প্রশ্নের মুখে পড়িনি যা সংবাদমাধ্যম আমাকে করেনি। আপনাদের যা বলেছি ওখানেও সেই কথাই বলেছি। সাগ্নিককে কীভাবে চেনেন ভাবনা? কতদিনের পরিচয়? সাগ্নিক আর পল্লবীর মধ্যে কোনো ঝামেলা হয়েছিল কিনা-এসবই জানতে চেয়েছে পুলিশ। ’
এর আগে এক বক্তব্যে, ভাবনা স্পষ্ট জানিয়েছিলেন, মৃত্যুর দিন পল্লবী খুব স্বাভাবিক আচরণ করেন।
সাগ্নিক আর পল্লবী ‘হ্যাপি গো লাকি’ কাপল ছিল মন্তব্য করে ভাবনা বলেছিলেন, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করত দুজনে। হুট করে প্রায়ই ঘুরতে চলে যেত তারা। আর সেখানে তাদের সঙ্গে থাকত পার্সোনাল ফটোগ্রাফার। সেই ফটোগ্রাফার আইফোনে ওদের ছবি তুলে দিত। মূলত এই ফটোগ্রাফারের খরচ সাগ্নিক দিত। কারণ যে ছেলেটি ওই ছবি তুলে দিত সে ওর চেনা ছিল।
প্রসঙ্গত, গত ১৫ মে পশ্চিমবঙ্গের গড়ফা নামক এলাকার নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রী পল্লবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অভিনেত্রীর এমন মৃত্যুতে বিস্মিত কলকাতার বাসিন্দারা। কারণ মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও নেটমাধ্যমে উচ্ছ্বল, প্রাণবন্ত দেখা যায় পল্লবীকে।
এমন হাস্যোজ্জ্বল অবস্থায় ঘরে ফিরে কি করে আত্মহত্যা করতে পারেন কেউ? সেই প্রশ্ন জনমনে। তা ছাড়া পল্লবীর ঘর থেকে কোনো সুইসাইড নোটও উদ্ধার হয়নি এখনবধি। গত রবিবার নিজের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় টেলিভিশন অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত মরদেহ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।