বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে নতুন নায়ক আদর আজাদের। বুবলি এবং আদর অভিনীত তালাশ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ই জুন। সিনেমার একটি গান ‘কল্পনাতে তোর’ ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। এই গানে বুবলির প্রেমে ডুবে থাকার কথা বলেছেন আদর আজাদ।
দেশের জনপ্রিয় নায়িকা বুবলীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঢাকাই সিনেমার নতুন মুখ আদর আজাদ। এই জুটির অভিনীত নতুন সিনেমা ‘তালাশ’ এর ‘কল্পনাতে তোর’ গানে নায়িকা বুবলীর প্রেমে মজেছেন আদর।
আগামী ১৭ জুন মুক্তি হতে যাওয়া নতুন সিনেমার গানটি নিয়ে আদর বলেন, ‘সিনেমার সবগুলো গান দারুণ হয়েছে। গানের কথাগুলো দারুণ। সুর ও মিউজিকও শ্রোতাদের হতাশ করবে না। আর চিত্রায়ণেও নির্মাতা সৈকত নাসির দারুণ দেখিছেন।’ এরই মধ্যে সিনেমাটির গান, ফার্স্টলুক, ট্রেলার ও পোস্টার প্রকাশ হয়েছে।
অন্তর্জালে সিনেমাটির গান ও ট্রেলার প্রশংসিত হয়েছে। এই বিষয়ে বুবলী বলেন, ‘ছবিটি নিয়ে আমি আশাবাদী। এ পর্যন্ত ছবিটির যা প্রকাশিত হয়েছে সবই দর্শকদের কাছে প্রশংসা পেয়েছে। এবারের গানটিও দর্শকদের ভালো লেগেছে বলে ফিডব্যাক পাচ্ছি।’
তালাশ সিনেমাটি নির্মিত হয়েছে ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে। তালাশ সিনেমার সর্বমোট পাঁচটি গান রয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।