কেকের মৃত্যুর শোক কাটতে কাটতেই ফের শোকের ছায়া বিনোদন জগতে। মাত্র ২২ বছর বয়সে প্রয়াত হলেন দিল্লির উঠতি সংগীতশিল্পী শেল সাগর।

মাত্র ২২ বছর বয়সেই নিভে গেলো প্রতিভাবান এই শিল্পীর জীবনপ্রদীপ। নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় ছিলেন শেইল সাগর। গত বছর তার গাওয়া ‘ইফ আই ট্রায়িড’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

একই বছর তার আরও ৩টি সলো গান প্রকাশ পেয়েছে। গানগুলো হলো- ‘বিফোর ইট গোজ’, ‘স্টিল’, ‘মিস্টার মোবাইল ম্যান লাইভ’। দিল্লির এই গায়কের সুরেলা কণ্ঠ, ইংরেজি উচ্চারণ সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে স্থান পেয়েছিলো। এখনও তার মৃত্যুর কারণ জানা যায়নি।

প্রথম থেকেই স্বপ্ন ছিল গায়ক হয়ে ওঠার। গানই ছিল শেলের জীবনের একমাত্র মন্ত্র। নেটদুনিয়ায় জনপ্রিয়তাও বাড়ছিল দিন দিন। তবে হঠাৎ করেই যে জীবন এভাবে থেমে যাবে, তা কিছুতেই আন্দাজ করতে পারেননি শেলের অনুরাগীরা। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও জানা সম্ভব হয়নি।