বড়পর্দায় অভিষেক করেই বাজিমাত করেছেন এ সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। প্রথম সিনেমার মাধ্যমে যেমন পেয়েছেন দর্শকের ভালোবাসা তেমনই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সিনেমার পাশাপাশি বেছে বেছে নাটকেও কাজ করেন এই অভিনেত্রী। এছাড়াও টিভি কমার্শিয়ালেও সমানতালে কাজ করে যাচ্ছেন সুনেরাহ। সম্প্রতি পাঠাও ফুড-এর জোশ ডিল ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর হয়েছেন সুনেরাহ বিনতে কামাল। তার ধারাবাহিকতায় ক্যাম্পেইনের লক্ষ্যে ৩টি বিজ্ঞাপন নির্মিত হয়েছে। ফুলস্ক্রিন ফিল্মস-এর ব্যানারে বিজ্ঞাপন ৩টি নির্মাণ করেছেন নির্মাতা ইফতেখার আহমেদ ওশিন।
যিনি ক্লোজআপ কাছে আসার গল্প নির্মাণ করে আলোচনায় রয়েছেন। এদিকে বিজ্ঞাপন ৩টিতে সুনেরাহ বিনতে কামালের সঙ্গে অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন ইয়াশ রোহান। যিনি এ প্রজন্মের একজন প্রতিশ্রুতিশীল অভিনেতা হিসেবে নিজেকে পরিচয় করিয়েছেন। জোশ ডিল ক্যাম্পেইনের ২টি বিজ্ঞাপন ইতোমধ্যেই অনলাইনে অবমুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, এই ক্যাম্পেইনের ক্রিয়েটিভ এজেন্সি হিসেবে ছিল ‘ক্যারটকম’। নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন সায়েদ শাহেদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।