ভারতের জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জয়া আহসানের জন্য এ ঘটনা নতুন নয়। এর আগেও তিনি পেয়েছেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড বাংলার মনোনয়ন। জিতেছেন পুরস্কারও। তবে এবার বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জন্য ঘটনাটি নতুন। প্রথমবার তিনি ভারতের জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড ফিল্ম ফেয়ারের মনোনয়ন পেয়েছেন।
ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা (ক্রিটিক) বিভাগে মনোনয়ন পেয়েছেন মোশাররফ করিম। আর বিনিসুতোয় সিনেমায় অভিনয়ের জন্য জয়া আহসান পেয়েছেন দুটি মনোনয়ন। যার একটি কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রীর, অন্যটি সেরা অভিনেত্রী (ক্রিটিক) বিভাগে।
অন্য দিকে, প্রথমবারের মতো বাংলাদেশের আরও দুন পেয়েছেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড মনোনয়ন। তারা হলেন দেশের জনপ্রিয় গীতিকার আসিফ ইকবাল ও এই প্রজন্মের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী মাহতিম সাকিব। অল্প হলেও সত্যি সিনেজমায় ‘মায়ার কাঙাল’ শিরোনামের গান লেখার জন্য গীতিকার হিসেবে আসিফ ইকবাল পেয়েছেন এ মনোনয়ন। আর মাহতিম সাকিব সেরা পুরুষ প্লে-ব্যাক কণ্ঠশিল্পীর মনোনয়ন পেয়েছেন প্রেম টেম সিনেমায় ‘তাকে অল্প কাছে ডাকছি’ গানের জন্য।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।