ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। তার অভিনীত কলকাতার সিনেমা ‘বিবাহ অভিযান’ ২০১৯ সালে মুক্তি পায়। মুক্তির পর সিনেমাটি বেশ সাড়া ফেলে।
তারই ধারাবাহিকতায় এবার ‘বিবাহ অভিযান-২’ তৈরির উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
সিনেমাটি বানাবেন পরিচালক সৌমিক হালদার। ‘বিবাহ অভিযান-২’ সিনেমায় আরও অভিনয় করবেন অঙ্কুশ, অনির্বাণ, রুদ্রনীল, সোহিনী সরকার ও প্রিয়াংকা সরকার। নুসরাত ফারিয়া গণমাধ্যমকে বলেন, ‘দুইবার এই সিনেমার শুটিং পেছানোর পর অবশেষে শুটিং তারিখ চূড়ান্ত হয়েছে।
আগামী ৮ নভেম্বর থেকে সিনেমাটির শুটিং হবে থাইল্যান্ডে। আমিও অপেক্ষায় ছিলাম শুটিংয়ের জন্য। এই সিনেমার প্রথম পার্ট দর্শক দারুণ পছন্দ করেছিল। আসা করছি নতুন পার্টও পছন্দ করবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।