বর্তমান সময়ের আলোচিত নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। প্রথম শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আর নায়িকা হিসেবে ‘তুমি আছো তুমি নেই’ নামের সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছেন দীঘি। এরপর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। তবে কাঙ্ক্ষিত সাড়া পাননি। কিছুদিন আগে অবশ্য ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে প্রশংসিত হয়েছেন। বড় হওয়ার পর দীঘি পর্দায় সাড়া না পেলেও সামাজিকমাধ্যমে বেশ আলোচিত। ইনস্টাগ্রামেও সক্রিয় দীঘি।

সেখানে নিয়মিত ছবি-ভিডিও পোস্ট করেন। সম্প্রতি দীঘির ইনস্টা অ্যাকাউন্টে ১ লাখ অনুসারী হয়েছে। এতে ভীষণ উচ্ছ্বসিত তিনি। আনন্দ প্রকাশ করে তিনি অনুসারীদের বললেন, ‘১ লাখ, ইয়েসস! ধন্যবাদ সব ভালোবাসা ও সমর্থনের জন্য। আমাকে ভালোবাসা ও প্রার্থনায় রাখবেন। আপনাদের সবার জন্য ভালোবাসা।’