
বর্তমানে ছোটপর্দায় একের পর এক নতুন মুখ ও নতুন জুটির আগমন ঘটছে।নির্মাতারা যেমন আস্থা রাখছেন তরুণ অভিনয়শিল্পীদের ওপর, তেমনি দর্শকরাও খুঁজে নিচ্ছেন নতুনত্বের স্বাদ।এই ধারাবাহিকতায় এবার আসছে একটি রোমান্টিক-ট্র্যাজেডি ধাঁচের বিশেষ নাটক ‘রূপ’, যেখানে জুটি বেঁধে প্রথমবারের মতো অভিনয় করেছেন নতুন দুই মুখ সাদ নাওভি ও ইন্দ্রানী নিশি।
নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা রুবেল আনুশ। গল্প লিখেছেন আব্রাহাম তামিম। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশি, যার জন্য এটি তার ক্যারিয়ারের প্রথম বড় কাজ।
অভিনয় অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত নিশি বলেন, “সবসময় চেয়েছিলাম একটি সুন্দর গল্প এবং চরিত্রে কাজ করতে। ‘রূপ’ আমার প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনীত নাটক। নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এখন দর্শকের ভালোবাসাই আমাদের কাজের সার্থকতা।”
অন্যদিকে সাদ নাওভি বলেন, “রুবেল আনুশ ভাই গল্পটা চমৎকারভাবে বলেছিলেন, যা আমাকে কাজের প্রতি আগ্রহী করে তোলে। নিশি খুবই সহযোগিতা করেছেন, ফলে আমাদের বোঝাপড়াটা সহজ হয়েছে।”
নির্মাতা রুবেল আনুশ বলেন, “সাদ নাওভি ও ইন্দ্রানী নিশি দুজনই কাজের প্রতি অত্যন্ত মনোযোগী। নিশিকে আমি চরিত্রে ডুবে থাকতে দেখেছি, ওর অভিনয়ে মেথড অ্যাক্টিংয়ের ছোঁয়া আছে। নাওভিও যথেষ্ট ভালো করেছে। আমার মনে হয়েছে, তারা দুজনই সম্ভাবনাময়ী। আশা করছি দর্শকও তাদের পছন্দ করবেন।”
‘রূপ’ নাটকে নাওভি ও নিশির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।
নাটকটি খুব শিগগিরই প্রচারিত হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির পর্দায়। নতুন জুটির আবেগময় প্রেম ও বাস্তবতার টানাপোড়েন নিয়ে নির্মিত ‘রূপ’ নাটক দর্শকদের মাঝে নতুন অনুভূতির সৃষ্টি করবে বলেই প্রত্যাশা করছেন নির্মাতা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।