বিনোদন প্রতিবেদক: গত ১৪ ফ্রেবুয়ারী ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার স্পেশাল নাটক ইচ্ছে করে শিরোনাম এর নাটকটি রুদ্র ইউটিউব চ্যানেলের ব্যানারে রিলিজ করা হয় নাটক’টিতে অভিনয় করেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কিছু অভিনেতা ও অভিনেত্রী
প্রধান চরিত্রে অভিনয় করেন শাওন রুদ্র, প্রমি নাফি,জেরি জেনিয়স, হাসান অপূর্ব খান,আরিয়ান জেনিফা জেনি, নাইমুল, মারুফ।
নাটকটির ভিডিও ধারণ করেন শান্ত ইসলাম,লাইটিং এ ছিলেন জয়নাল, নাটকটির অভিনেতা অভিনেত্রী’দের মেক-আপ করেন মেক-আপ আটিস্ট সাইফুল ইসলাম মানিক,নাটকটি পরিচালনা করেছেন এই সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় একজন পরিচালক মহিন চৌধুরী, সহকারী পরিচালক ছিলেন,বিজয় সরদার,গল্প লিখেছেন জারা ইসলাম, প্রযোজনা করেছেন আনিকা চৌধুরী, নাটকটির ফটোগ্রাফার ছিলেন আইয়ান, পোস্টার তৈরি করেন খায়রুল ইসলাম।
নাটকটিতে একটি মিউজিক ভিডিও ব্যাবহার করা হয়েছে ওই গানটিতে কন্ঠ দিয়েছেন কন্ঠ শিল্পী কামরুল হাসান, নাটকটি নিয়ে এই নাটকের পরিচালক মহিন চৌধুরীর সাথে কথা হলে তিনি গণমাধ্যম’কে জানান
এই নাটকটি একটি একক নাটক নাটক টিতে অনেক কিছু শিক্ষার আছে নাটক’টি মূল তুলে দরে হয়েছে যে একজন ভালোবাসার মানুষ যদি মারা ও যায় কিন্তুু সত্যিকারের ভালোবাসার মানুষকে কখনো ভুলা যায় না।
মহিন চৌধুরী আরো জানান যে নাটকের সবাই খুবই ভালো অভিনয় করেছেন এবং সবাই খুব ভালো ভাবে কাজটি করেছেন বলে দর্শকদের এতো সুন্দর একটা নাটক উপহার দিতে পেরেছি সবাই রুদ্র ইউটিউব চ্যানেলের পাশে থাকুন সামনে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো।
মহিন চৌধুরী আরো জানান যে ইতিমধ্যে নাটকটি প্রকাশের কিছুদিন এর মধ্যেই ৫০ হাজার এর অধিক লোক নাটকটি দেখেছেন এবং এর মধ্যে ১০ হাজার জন এর বেশি মানুষ ইউটিউবে নাটকটি লাইক করেছেন এবং ৫০০ শতাধিক এর ও উপরে মানুষ নাটকি নিয়ে খুব ভালো ভালো মন্তব্য করেছেন। পরিচালক মহিন জানান যে মানুষের এই ভালোবাসাই হলো তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।