এ সময়ের নাটকের অভিনেতাদের মধ্যে অন্যতম আফরান নিশো। ব্যস্ত রয়েছেন নাটকের অভিনয় নিয়েই। টিভি, ওটিটিসহ নানা মাধ্যমে তার অভিনীত নাটক নিয়মিত প্রচার হচ্ছে।
* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
** কয়েকটি নতুন স্ক্রিপ্ট হাতে এসেছে। এগুলো পড়ছি। নিজের চরিত্রগুলো নিয়ে ভাবছি। শিগ্গির শুটিং শুরু করব।
* ধারাবাহিকভাবে প্রচার মাধ্যম বদলাচ্ছে। এ বদলে যাওয়া কীভাবে দেখছেন?
** দেখেন আমাদের পরিচয় কিন্তু একটা, আমরা অভিনয়ের মানুষ। টেলিভিশন বলি ওটিটি কিংবা অ্যাপস বলি, কোথাও কিন্তু আমাদের পরিচয় পরিবর্তন হয় না। অভিনয় করা আমাদের কাজ। প্রচারের বিষয়টি আমাদের হাতে নেই। পরিচালক ও প্রযোজক নির্ধারণ করেন কোথায় কোন কাজটা প্রচার হবে। যে মাধ্যমেই প্রচার হোক, মানুষ দেখেন, মন্তব্য করেন। সেখান থেকে আমরা কখনো অনুপ্রাণিত হই, কখনো নিজকে আরও সচেতন করি।
* বর্তমানে টেলিভিশনের চেয়ে ওয়েব মাধ্যমগুলোতে শিল্পীরা বেশি মনোযোগী মনে হচ্ছে। এটাকে কীভাবে দেখছেন?
** আমি কাজ করছি নিয়মিত। আমার চরিত্রটা কেমন হবে, কীভাবে আরও একটু ভালো করা যাবে, একটি কাজের সঙ্গে যাতে আরেকটি কাজের মিল না থাকে সেদিকেই আমার নজর। বলতে পারেন নিজের চরিত্রের প্রতি আমার খেয়াল বেশি। প্রচার কোথায় হলো এটি আমার কাছে মুখ্য নয়।
* সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরে আপনাকে নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ‘আফরান নিশোকে সিনেমাতে দেখতে চাই…’
** হ্যাঁ-আমিও তা দেখেছি। আমি অভিনয়ের মানুষ। অভিনয় করা আমার কাজ। সিনেমাতে কাজ করতে আমার অনাগ্রহের কিছু নেই। তবে অবশ্যই গল্প এবং চরিত্রটাকে আমি প্রাধান্য দেব। কোনো কাজ চূড়ান্ত না হলে আমি কিছু বলি না। হয়তো দর্শক সিনেমাতে দেখতেও পারে আমাকে। কবে কখন সেটি আমি জানি না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।