মেহজাবিন চৌধুরী। নাটকপ্রেমীদের প্রিয় অভিনেত্রী, প্রিয় মানুষ। বিচিত্র রকম চরিত্রে অভিনয় করে এরই মধ্যে নিজের অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। বলা চলে মাসের অধিকাংশ দিনই লাইট ক্যামেরা অ্যাকশনের শব্দ দিয়েই দিনের কাজ শুরু করেন এ অভিনেত্রী। সামাজিক মাধ্যমেও সরব।

নাটকের সংবাদ, নিজের ছবি প্রকাশের পাশাপাশি বিভিন্ন রোগীর জন্য নিজের পেজে সহায়তা চেয়ে মানবিক কাজের পোস্ট করেন নিয়মিত। এত ব্যস্ততার মধ্যে নিজের জন্য সময় বের করেন কীভাবে? জানতে চাইলে মেহজাবিন বলেন, ‘কাজে ডুবে গেলে আর কিছু করার থাকে না। কাজে চুক্তিবদ্ধ হওয়ার পর সে কাজটি করতেই হয়, না হলে তো পরিচালক প্রযোজকের ক্ষতি হয়ে যাবে।

এভাবে কাজ করতে গিয়েই হয়তো নিজেকে সময় কম দেওয়া হয়। তবে একেবারই সময় দিচ্ছি না তা কিন্তু নয়। কারণ, দিন শেষে আমিই আমাকে ভালোবাসি। তবে আমি এখন আগের চেয়ে অনেক সচেতন। বিশেষ করে করোনা মহামারি আসার পর থেকে মনে হয়েছে, আমাকে আগে ভালোবাসতে হবে। আমার জন্য কিছু সময়। কিছু প্রয়োজনীয় বিষয়, বস্তু জমা রাখতে হবে। স্বাস্থ্যসচেতন হতে হবে। সে জন্য আমিও এখন সচেতন।’

চলতি শীতের আনন্দের কথা বললেন সে আনন্দকে তো আরও বাড়িয়ে দিল মেসির বিশ্বকাপ বিজয়ে। আপনার অনুভূতি কেমন? প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘আর্জেন্টিনা ফ্রান্সের ফাইনাল ম্যাচের প্রতিটা মিনিট রুদ্ধশ্বাসে কেটেছে। ওই কথা আবার মনে করতে চাই না। তবে স্বপ্ন পূরণ হলো। প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসির জন্য ভালোবাসা। ভক্তদের আনন্দে ভাসিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’