আজ ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টায় এনটিভিতে প্রচারিত হবে উদীয়মান তরুণ নির্মাতা স্বপন বিশ্বাসের নাটক “মাহুৎটুলির বাড়ি”। খায়রুল বাশার ও জান্নাতুল সুমাইয়া হিমি মুখ্য ভূমিকায় জুটি বেধেছেন নাটকটিতে।

ভালোবাসা জয় করা নতুন দম্পতিদের জীবনযুদ্ধের নানাখুটিনাটিকে এক জোড়া কাল্পনিক চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে।যেখানে সুদীপ ও শৈলি বাড়ি থেকে পালিয়ে পুরান ঢাকার মাহুৎটুলির একটি বাড়ি ভাড়া নিয়ে কোনোরকমে আশ্রয় পেলেও টিকে থাকার লড়াইটা যেন দিন দিন কঠিন হয়ে পড়ে। কিন্তু শেষ রক্ষা যেন আর করতে পারে না তারা, হারিয়ে যায়।

মাসুম শাহরীয়ারের রচনায় বাস্তবধর্মী এই নাটকটিতে অন্যান্যদের মধ্যে আরও অভিনয় করেন ফাখরুল বাশের মাসুম, জোবায়ের, তাহমিনাসহ হালের বেশ কিছু পরিচিত মুখ।

নির্মাতা স্বপন বিশ্বাস এর আগে আরও ১২টির মতো নাটক পরিচালনা করেছেন। মাহুৎটুলির বাড়ি সম্পর্কে তিনি বলেন, নাটকটি সম্পূর্ণ জীবন নির্ভর। বাস্তবতার সাথে মিল থাকায় দর্শকরা বিশেষ করে তরুণ দম্পতিদের কাছে আলাদাভাবে গ্রহণযোগ্য হবে।