বাবা-মা বেঁচে নেই, নিকটাত্মীয় শরীফ আহমেদের বাসায় থেকে পড়াশোনা করছে তরী। সুন্দরী, মেধাবী তরীকে সবাই খুব আপন করে নিয়েছে। বিদেশ থেকে বেড়াতে আসে শরীফ আহমেদের নাতি ফাহাদ।

বিদেশে এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল ফাহাদের। কিন্তু সেটা ভেঙে যায়। এরপর থেকে মেয়েদের প্রতি এক ধরণের অনীহা তার। দেশে ফিরে তরীকে দেখার পর ফাহাদের ভেতরে পরিবর্তন আসে। ক্রমান্বয়ে তরীর প্রতি দুর্বল হয়ে পড়ে। কিন্তু দাদা শরীফের সঙ্গে তরীর সম্পর্কটি অস্বাভাবিক লাগে ফাহাদের কাছে।

 

বয়সের অনেক ব্যবধান থাকা সত্ত্বেও তরী কীভাবে তার দাদার স্ত্রী হয়—এটা মানতে পারে না ফাহাদ। এদিকে তরীও মনে মনে ফাহাদকে পছন্দ করে ফেলে। তরীর প্রতি ফাহাদের দৃষ্টি ভালোভাবে নেয় না দাদা। রীতিমতো অপমানও করে তাকে। এ কারণে ফাহাদের আরও জেদ চাপে। নানা কৌশলে সে বের করে তরী তার দাদার স্ত্রী নয়।

বিষয়টা দাদাকে বলার পর তা স্বীকার করে। তারপর গল্পে নতুন মোড় আসে। এমন গল্প নিয়ে গড়ে উঠেছে একক নাটক ‘বিবাহ বিভ্রান্তি’র কাহিনি। এটি রচনা ও পরিচালনা করেছেন পথিক সাধন। ফাহাদ ও তরী চরিত্রে দেখা যাবে ফারহান আহমেদ জোভান, মুমতাহিনা চৌধুরী টয়াকে। ঈদুল আজহার চতুর্থ দিন রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।