বলিউডের উঠতি অভিনেত্রী জাহ্নবী কাপুর। সিনেমার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা কম হয় না!
প্রায়ই জাহ্নবীর প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে এখনো নিজেকে সিঙ্গেল বলেই দাবি এই অভিনেত্রীর। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি সুখেই আছি। তবে মাঝে মাঝে একাকিত্ব লাগে।’
হবু বয়ফ্রেন্ডের জন্য কোনো বার্তা রয়েছে কিনা জানতে চাইলে জাহ্নবী কাপুর বলেন, ‘আমার সঙ্গে ভালো আচরণ করবে এবং হাসাবে। আমার ধারণা, আমি তোমার সঙ্গে ভালো আচরণ করব। তোমার পাশে থাকব। আমার সঙ্গে বেশ মজাতেই থাকবে। আমি কিছুটা সাইকো তবে অনেক কিউট।’
সম্প্রতি জাহ্নবী অভিনীত ‘গুড লাক জেরি’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’— এর শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এছাড়াও ‘বাওয়াল’ ও ‘মিলি’ সিনেমায় জাহ্নবীকে দেখা যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।