তরুণ নির্মাতা রায়হান রাফি নির্মিত ‘পরাণ’ সিনেমা ঈদুল আজহায় মুক্তি পেয়েছে। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াস রোহান। মুক্তির পর থেকে সিনেমাটি চলচ্চিত্র প্রেমীদের প্রশংসা কুড়াছে।

এবার সিনেমাটি দেখে প্রশংসা করলেন ছোট পর্দার এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। ফেসবুকে স্ট্যাটাসে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। তার ভাষায়—‘একদম সাধারণ দর্শক আমি। এইমাত্র পরাণ দেখে বের হলাম। কী সুন্দর অভিনয় সবার।

রায়হান রাফিসহ সবার জন্য শুভকামনা। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে প্রশংসার দৌড়ে এগিয়ে ‘পরাণ’। মাল্টিপ্লেক্সগুলোতে বেড়েছে শো। আভাস মিলছে দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যাও আরো বাড়বে। ঈদে ‘পরাণ’ মুক্তি পেয়েছিল খুব অল্প সংখ্যক হলে।

ধারণা করা হচ্ছে, দ্বিতীয় সপ্তাহে এটি ৩৫টির মতো হলে দেখার সুযোগ পাবেন দর্শক। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির নজরে রয়েছে দেশের বড় এবং ভালো পরিবেশের হলগুলো।

তারা বলছেন, হলের সংখ্যার চেয়ে দর্শক বেশি আসে এমন হলগুলোই আমাদের টার্গেট। ‘পরাণ’ মুক্তির ৪-৫ দিন পরই অনেক হল মালিকরা যোগাযোগ করেছে সিনেমাটি চালানোর জন্য। আলোচনা চলছে। তবে আমরা হলের মান ও পরিবেশকে গুরুত্ব দিচ্ছি।