সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা রণবীর কাপুর। তবে কাপুর পরিবারে নাকি আবারো বিয়ের বাদ্য বাজতে চলেছে।
ভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, রণবীরের পর এবার বিয়ে করছেন তার চাচাতো বোন কারিশমা কাপুর। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ছবি থেকেই এই গুঞ্জনের শুরু। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কারিশমা। এতে দেখা যায়, তার ওপর কলিরা পড়ায় বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। বাকিরা বেশ উত্তেজিত।
পাঞ্জাবি বিয়েতে কনের হাতের চুরির সঙ্গে যে সোনালি ঝুমকোর মতো গহনা জুড়ে দেওয়া হয় সেটাই কলিরা। বিয়েতে কনে গিয়ে তার বোন ও বান্ধবীদের মাথার ওপরে হাত নাড়েন। যার মাথায় কলিরা পড়ে, মনে করা হয় এরপর বিয়ে করার পালা তার।
রণধীর কাপুর ও ববিতা কাপুরের বড় মেয়ে কারিশমা কাপুর। এর আগে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে তার বিয়ে হয়েছিল। দুই সন্তানও আছে এই অভিনেত্রীর। তবে সঞ্জয়ের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন কারিশমা। এদিকে ডিভোর্সের পর একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও সন্দ্বীপ তোশনিওয়ালের সঙ্গে কারিশমার প্রেমের গুঞ্জন শোনা গেছে।
তারা বিয়ে করবেন বলেও গুঞ্জন চাউর হয়েছিল।বিশেষ নিরাপত্তারক্ষী ছাড়া বাস্তুর বাইরে মুম্বাই পুলিশ মোতায়েন করা হয়েছিল। কাপুর আর ভাট পরিবার থেকে মহেশ ভাট, সোনি রাজদান, শাহীন ভাট, কারিনা কাপুর খান, সাইফ আলী খান, কারিশমা কাপুর, নীতু কাপুর, রণধীর কাপুর, শ্বেতা নন্দা, নিখিল নদা, নব্যা নভেলি নন্দা, ঋধিমা কাপুরসহ আরও অনেকে তাদের বিয়ের সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া শ্লোকা আম্বানি, করণ জোহর, আকাঙ্ক্ষা রঞ্জন, আয়ান মুখার্জি, লাভ রঞ্জনকে এদিন বিয়েতে শামিল হতে দেখা গিয়েছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।