ভারতের তুমুল জনপ্রিয় সাক্ষাৎকার ‘কফি উইথ করণ’। আর এই শো মানেই ভাইরাল কন্টেন্ট, কন্ট্রোভার্সি। এই শোয়ের সঞ্চালক বলিউডের অন্যতম সফল পরিচালক-প্রযোজক করণ জোহর।
করণ নিজেও বিতর্কের অন্যতম কারিগর। সম্প্রতি আবারও আলোচনায় এসেছে করণ। এবার এই পরিচালকের উপর বেজায় চটেছে দক্ষিণী ইন্ডাস্ট্রির মহাতারকা নয়নতারার অনুরাগীরা। সম্প্রতি আরেক দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু করণের শোতে এলে তাকে প্রশ্ন করা হয়, তার চোখে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সব চেয়ে বড় অভিনেত্রী কে? উত্তরে নয়নতারার নাম বলেছিলেন সামান্থা। তার উত্তর শুনে করণ বলে ওঠেন, ‘আমার তালিকায় মোটেও এমনটা নেই।’
এরপরেই একটি তালিকা দেখান করণ। যেখানে এক নম্বর অভিনেত্রী হিসেবে সামান্থার নাম দেখানো হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় করণের সমালোচনা শুরু করে নয়নতারার ভক্তরা। একজন লিখেন, ‘করণ আশা করি আপনি জানেন, আপনার প্রযোজিত গুড লাক জেরিও নয়নতারার ছবির পুনর্নির্মাণ।’ কেউ লিখেন, ‘বয়কট কফি উইথ করণ’। কেউ বা করণকে জনসম্মুখে মাফ চাওয়ার আদেশ দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।