বলিউডের আলোচিত ও সমালোচিত ব্যক্তিত্ব করণ জোহর এয়ার টুইটারকে বিদায় জানালেন করণ জোহর। নিজের অ্যাকাউন্ট থেকে এক ঘোষণা দিয়ে অ্যাকাউন্ট ডিলিট করে দেন তিনি।
মঙ্গলবার (১১ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। অ্যাকাউন্ট ডিলিট করার আগে সর্বশেষ টুইটে করন জোহর লিখেন, ‘নিজেকে শুধু ইতিবাচক রাখতে চাই এবং এটি হলো সে পথের প্রথম ধাপ, বিদায় টুইটার!’ এদিকে এ কাজের জন্য তার অনুসারীরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি টুইট শেয়ার করার পরপরই তার ভক্তরা তাকে সাধুবাদ জানাতে শুরু করেন। ভক্তদের করা মন্তব্যগুলোর মধ্যে রয়েছে, ‘যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের চেয়ে ইতিবাচক শক্তি এবং শান্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। চিয়ার্স, ভালো থাকুন।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।