প্রাক্তন প্রেমিকের সাথে নিজের যৌনদৃশ্য দেখে ফেলেছে ছেলে সেন্ট। সেই ঘটনা দূর থেকে দেখতে পেয়ে ভিতরে ভিতরে কুঁকড়ে নিজের কাছেই নিজে ছোট হয়ে গিয়েছেন হলিউড অভিনেত্রী কিম কারদাশিয়ান।
‘দ্য কারদাশিয়ানস’-এর সাম্প্রতিকতম পর্বে এই পরিস্থিতির কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। পরে সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কিম জানান, তার সন্তান আইপ্যাডে গেম খেলছিল।
আচমকাই তার চোখে পড়ে ২০০৭ সালের বিতর্কিত কিম এবং তার প্রাক্তম রে জে-র যৌনদৃশ্যের বিজ্ঞাপন। তখনই ঘটে যায় অঘটন। কী ভাবে মায়ের অন্তরঙ্গ দৃশ্য দেখে ফেলে ছেলেটি?
কিমের কথায়, ‘খেলতে খেলতে আচমকাই সেন্টের নজরে আসে তার মায়ের কান্নাভেজা দৃশ্য নিয়ে বানানো মিম। সেখানে ক্লিক করতেই প্রকাশ্যে চলে আসে আমার পুরনো কিছু অন্তরঙ্গ দৃশ্য।
যা এর আগে কোথাও প্রকাশ পায়নি।’ তত ক্ষণে যা হওয়ার হয়েই গিয়েছে। ছেলে দেখেছে মায়ের শয্যাদৃশ্য। এদিকে, ২০১৯-এ মার্কিনি ছোট পর্দার টক শো-এর সঞ্চালক অ্যান্ডি কোহেন তার কাছে জানতে চেয়েছিলেন, আগামীতে কিম তার জীবনের এই অধ্যায় কী ভাবে সন্তানদের সঙ্গে ভাগ করে নেবেন? কিমের বিনীত জবাব ছিল, ‘যা সত্যি, সেটাই সন্তানদের কাছে তুলে ধরব। আমার মতে, এর থেকে সহজ উপায় আর কিছু হতে পারে না।।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।