নিম্নচাপের প্রভাবে রাজধানীতে সোমবার রাত থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিস্নাত দিনে বেশকিছু স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করেছেন ভাবনা। ক্যাপশনে ব্রিটিশ লেখক, দার্শনিক জন রুসকিনের কয়েকটি লাইন লিখেছেন। আর তাতেই নেটিজেনদের মন্তব্যে উচ্চচাপে পড়েছেন এই অভিনেত্রী! কুরুচিপূর্ণ মন্তব্য করছেন অনেকেই। তবে কেউ কেউ প্রশংসাও করছেন। বৃষ্টিতে ভেজার আগ্রহ দেখাচ্ছেন।
এবারই নয়, এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন ভাবনা। পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। ইদানিং অভিনয়ের পাশাপাশি ছবি আঁকায় সময় ব্যয় করছেন ভাবনা। সম্প্রতি বেশকিছু ছবি এঁকেছেন তিনি। তার আঁকাআঁকির ভাবনায় মাতৃত্বের বিষয়টি বেশি প্রাধান্য পাচ্ছে। কিন্তু সে ছবিতেও অনেককে কুরুচিপূর্ণ মন্তব্য ছুড়েছেন।
ক্যাপশনে ব্রিটিশ লেখক, দার্শনিক জন রুসকিনের যে লাইনগুলো লিখেছেন: Sunshine is delicious, rain is refreshing, wind braces us up, snow is exhilarating; there is really no such thing as bad weather, only different kinds of good weather.
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।