![মেরিজান’ প্রেম,আকাঙ্ক্ষা ও পরিণতির গল্প](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/06/মেরিজান-প্রেমআকাঙ্ক্ষা-ও-পরিণতির-গল্প.jpg)
মেরিজান’ প্রেম,আকাঙ্ক্ষা ও পরিণতির গল্প
মেরিজান’ প্রেম,আকাঙ্ক্ষা ও পরিণতির গল্প
ঢাকা শহরের কাজের লোক কিংবা গৃহকর্মীদের জীবনে প্রেম, আকাঙ্ক্ষা ও পরিণতির গল্প নিয়ে ‘মেরিজান’ নাটক তৈরি হয়েছে।
যেখানে গৃহকর্তার কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে কাজের মেয়ে ও দারোয়ানের প্রেম কাহিনী এগিয়ে যায়। দর্শক হিসেবে এই শহরে নিম্নশ্রেণির পেশায় যুবক-যুবতীর প্রেম, প্রণয় প্রতিফলিত হয়েছে, যা সম্পূর্ণ কমেডির মাধ্যমে নাটকে উপস্থাপিত হয়। প্রতিটি মানুষ গল্পটি দেখে যেমন বিনোদন পাবেন তেমনি উপলব্ধি করতে পারবেন সবার জীবনে প্রিয়জন খুব বেশি প্রয়োজন। এ্যালেন টিটোর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- আশরাফ সুপ্ত, সিনথিয়া ইয়াসমিন, মুন্নু হাজরা, শাফিজ মামুন, জয়া, রিয়ানা, নূর এ কাঞ্চন প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা এ্যালেন টিটো বলেন, কমেডি ধাঁচের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করছি। গল্পের চাহিদা অনুযায়ী অভিনয়শিল্পী বাছাই করেছি। আশা করছি দর্শকরা নাটকটি দেখে আনন্দ পাবেন।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আগামী ঈদুল আজহায় ঘুড্ডি নেটওয়ার্কের ইউটিউব চ্যানেল এবং স্বনামধন্য একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।