সোমবার (৪ জুলাই) দিবাগত রাত ২টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেহতাজের বাবা মো: আবুল হাশেম মিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
এসব তথ্য নিশ্চিত করেছেন শেহতাজের মা শাহীনা খন্দকার। তিনি বলেন, গতকাল হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই; সেখানে হৃদরোগে আক্রান্ত হন। রাতে আমাদের ফাঁকি দিয়ে চলে গেলেন।
শেহতাজের বাবা ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তা ছাড়া একদম সুস্থ ছিলেন আবুল হাশেম। দোয়া চেয়ে শেহতাজের মা বলেন—‘আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আমার মেয়েটা বাবা হারা হয়ে গেল।
জানা যায়, বর্তমানে ঢাকার শ্যামলীর নিজ বাসায় রাখা হয়েছে শেহতাজের বাবার মরদেহ। আজ বাদ যোহর তাদের বাসা সংলগ্ন একটি মসজিদে জানাজা শেষে রায়েরবাজার কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।