মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধিঃ জহুরুল ইসলাম জনি এবার নির্মাণ করলেন “দর্জি,দ্যা টেইলর” শেরপুর জেলার নন্নী ইউনিয়নের বন্ধধারা গ্রামের মনোমুগ্ধকর গ্রামীন লোকেশনে “দর্জি…দ্যা টেইলর” নাটকটির শুটিং চিত্রায়ন সম্পন্ন হয়েছে।
“দর্জি…দ্যা টেইলর” নাটকটির কাহিনী,চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন দেশের জনপ্রিয় গীতিকার জহুরুল ইসলাম জনি। নাটকটিতে দর্জি চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা এম এইচ মোস্তাক আরেফিন, দর্জির বউয়ের চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের সাড়া জাগানো তরুণ অভিনয় শিল্পী নৌশিন নাহার। এছাড়াও অভিনয় করেছেন রবিউল ইসলাম বকুল, নিশাত ইসলাম,এম এইচ খোকন,মাসুম মাহমুদুল সহ আরো অনেকে। নাটকের ভিডিও চিত্র ধারণ করেছেন এম কে মোশারফ ও জিসান।
প্রত্যন্ত অঞ্চলের দর্জিদের জীবন ও জীবিকা, প্রেম, বিরহ, বিচ্ছেদ’ই হলো এই গল্পের মূল উপজীব্য।
নাটকের নির্মাতা জহুরুল ইসলাম জনি’র সাথে কথা বলে জানা যায়, “আসন্ন কোরবানির ঈদ কে সামনে রেখে নাটকটি বানিয়েছি, নাটকের ভিডিও ধারণ শেষে এখন আছে সম্পাদনার টেবিলে। আমি গ্রামের মানুষ গ্রামের আলো বাতাস গায়ে মেখে বড় হয়েছি,আমার গাঁয়ে এখনো বাসি মাটির গন্ধ পাওয়া যায়,সেই তাড়নায় আমি প্রত্যন্ত অঞ্চলের দর্জির গল্প তুলে আনার চেষ্টা করেছি। আল্লাহ সহায় হলে যদি দর্শকদের দোরগোড়ায় নাটকটি পৌছাতে পারি তাহলে আপামর দর্শক নতুন ও ভিন্ন কিছু পাবে এটা আমি শতভাগ শিওর। আমি সবটুকু বাহবা দিতে চাই আমার পুরো “টিম দেউলিয়া”‘কে যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য ভিডিও কাজ সম্পন্ন করতে পেরেছি।গল্পের কেন্দ্রীয় চরিত্রের মোস্তাক আর নৌশিনের রসায়ন ছিল একে বারে জমে ঘি। দর্জি’র এই জুটিকে দর্শক দারুণ ভাবে গ্রহণ করবে বলে আশা রাখি।দু’জনেই এই গল্পে নিজেদের সর্বোচ্চ ও সেরাটা দিয়েছে,দু’জনেই নিজেদের ভেঙেছে এই গল্পে।
আসন্ন ঈদের চাঁদ রাতে ” টিম দেউলিয়া” ইউটিউব চ্যানেল ও সকল সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পাবে “দর্জি…দ্যা টেইলর”।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।