বর্তমান সময়ের সংগীত শিল্পী প্রমা ইসলাম। এরই মধ্যে বেশ কিছু গান গেয়ে আলোচিত হয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহায় ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে তার গান-ভিডিও ‘দূরে সরে যাচ্ছো’।
অপু আমানের কথা সুর ও সঙ্গীতায়োজনে তৈরি হয়েছে গানটি। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সম্রাট আজাদ। প্রমা ইসলাম বলেন, ‘দূরে সরে যাচ্ছো’ গানটি প্রেমিক-প্রেমিকাদের প্রতিদিনের ঘটে যাওয়া খুনসুটির গল্প।
আমি আমার সাধ্য মতো গাওয়ার চেষ্টা করেছি। আমি এবং অপু আমান ভাই অনেক পরিকল্পনা করে কাজটি করেছি। আমার বিশ্বাস গানটি সব শ্রেণির শ্রোতাদের ভালো লাগবে। আর ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। এবারের ঈদুল আজহার আয়োজনে ডিএমএস-এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।